ক্রমশ ছোট হয়ে আসছে মানুষের মস্তিস্ক
ক্রমশ হয়ে আসছে আধুনিক মানুষের মস্তিষ্ক। লাখ বছর আগের মানুষের মানুষের মস্তিষ্ক প্রায় ১৩ শতাংশ ছোট। বিজ্ঞানীরা মনে করেন
ঐতিহ্যগতভাবে আমাদের ‘বড় মস্তিষ্ক’ প্রাণিজগতের অন্যান্য প্রজাতি থেকে আমাদের আলাদা বৈশিষ্ট্যের অধিকারী করেছে বলে মনে করা হয়।
যদিও অন্যান্য প্রাণীর তুলনায় আমাদের মস্তিষ্ক অনেকটাই বড়। প্রাণীদের মধ্যে শিম্পাঞ্জির সঙ্গে আমাদের মানবপ্রজাতির পূর্বপুরুষদের শেষবারের মতো মিল পাওয়া যায়। তখন থেকে ৬০ লাখ বছর পর্যন্ত মানুষের মস্তিষ্ক আকারে প্রায় চার গুণ হয়েছে। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মানবজাতির মস্তিষ্ক অধিকতর বড় হওয়ায় আধুনিক মানুষে উল্টো। আধুনিক মানুষের মস্তিষ্কের গড় আকার সংকুচিত হওয়ার এ প্রবণতা চলছে ১ লাখ বছর ধরে।
মানুষের মস্তিষ্ক ছোট হয়ে আসার সময়ের শুরু ও এর কারণ সম্পর্কে ট্যাটারসালের সঙ্গে দ্বিমত পোষণকারীদের একজন ক্যালিফোর্নিয়ার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী জেফ মরগান স্টিবেল। তিনি মনে করেন, ভাষা নয়; বরং জলবায়ুর পরিবর্তন মস্তিষ্ক ছোট হয়ে আসার কারণ ব্যাখ্যা করতে পারে।
২০২৩ সালের এক গবেষণায় জেফ মরগান ৫০ হাজার বছরের মধ্যবর্তী সময়ের হোমো সেপিয়েন্সের পরীক্ষা–নিরীক্ষা করেছেন। তিনি দেখেছেন, অন্তত ১৭ হাজার বছর আগে বা সর্বশেষ বরফযুগের শেষ দিক থেকে মানুষের মস্তিষ্ক সংকুচিত হয়ে আসা শুরু। এ ছাড়া গবেষণায় জলবায়ু পরিবর্তনের রেকর্ড পরীক্ষা করে দেখা গেছে, জলবায়ুর উষ্ণায়নের সময়ের সঙ্গে মস্তিষ্ক ছোট হয়ে আসার সময়ের মিল রয়েছে।
এ বিষয়ে জেফ মরগান স্টিবেল বলেন, ‘আমরা দেখেছি, জলবায়ু যত উষ্ণ হয়, মানুষের মস্তিষ্কও তত ছোট হয় এবং জলবায়ু যত শীতল হয়, মস্তিষ্ক তত বড় হয়।’
গবেষণা ফলাফল ইঙ্গিত দিচ্ছে, আমাদের এ পৃথিবী বর্তমানে যেভাবে উষ্ণ হচ্ছে, তাতে সামনে মানুষের মস্তিষ্ক আরও ছোট হয়ে আসতে পারে, বিষয় টি ভাববার বটে।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.
You May Also Like
নিম্নচাপের প্রভাবে শীতের পালা শেষ, বৃষ্টির সম্ভাবনা
December 21, 2024
আজকের দিনটি আপনার কেমন যাবে জানুন ?
December 20, 2024
More From Author
নিম্নচাপের প্রভাবে শীতের পালা শেষ, বৃষ্টির সম্ভাবনা
December 21, 2024
আজকের দিনটি আপনার কেমন যাবে জানুন ?
December 21, 2024