জন্মাষ্টমীতে টাকা ডবল! লিস্টিংয়েই বাম্পার রিটার্ন দিল IPO

#IPOListing#StockMarketSuccess#MegaReturns#JanmashtamiGifts#FocusStudioIPO#DoubleReturns#StockMarketNews#InvestorWins#ShareMarketUpdate#InvestmentSuccess#asianews

জন্মাষ্টমীতে স্টকে লগ্নিকারীদের মেগা উপহার! মার্কেট খোলার কিছুক্ষণের মধ্যেই মিলল দ্বিগুণ রিটার্ন! ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও লিস্টিংয়ে মোটা টাকা পকেটে এসেছে তাঁদের। চলতি সপ্তাহে শেয়ারটির দাম হু হু করে চড়বে বলেই মনে ওয়াকিবহাল মহল।বৃহস্পতিবার, ২৬ অগস্ট কলার উঁচিয়ে স্টক মার্কেটে পা রাখে ফোর্কাস স্টুডিও। ৯০ শতাংশ প্রিমিয়ামে যাঁর শেয়ারের হয়েছে লিস্টিং। শুধু তাই নয়, তালিকাভুক্তির কিছুক্ষণের মধ্যেই আপার সার্কিট স্পর্শ করে সংশ্লিষ্ট কোম্পানির ।

এ দিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফোর্কাসের আইপিও-র হয়েছে লিস্টিং। ওই সময় ১৫২ টাকায় ওঠে এর শেয়ারের দাম। উল্লেখ্য, সংশ্লিষ্ট সংস্থার আইপিও-র প্রাইস ব্যান্ড ছিল স্টক প্রতি ৭৭-৮০ টাকা। আপার সার্কিট স্পর্শ করার পর যার দর দাঁড়ায় ১৫৯.৬০ টাকা।

চলতি বছরের ১৯ অগস্ট খুলেছিল এই আইপিও-র সাবস্ক্রিপশন উইন্ডো। এ মাসের ২১ তারিখ পর্যন্ত এতে খুচরো বিনিয়োগকারীরা আবেদন করার সুযোগ পেয়েছিলেন। যার আকার ছিল ৩৭.৪৪ কোটি টাকা।

ফোর্কাসের আইপিও-র ৩দিন সাবস্ক্রিপশনের পরিমাণ ছিল ৫০০ গুণ। তৃতীয় দিনে ৪১৬ গুণ সাবস্ক্রাইব করেন বিনিয়োগকারীরা। প্রথম ও দ্বিতীয় দিনে এই অঙ্ক ছিল যথাক্রমে ৩৬ ও ১০৪ গুণ। অ্যাঙ্কার লগ্নিকারীদের থেকে ১০.৬৫ কোটি টাকা পেয়েছে সংশ্লিষ্ট কোম্পানি। তাঁদের ৫০ শতাংশ শেয়ারের লক ইন পিরিয়ড রাখা হয়েছে ২১ সেপ্টেম্বর।

আইপিও আনার আগে ফোর্কাসের প্রোমোটার শৈলেশ আগরওয়াল ও সৌরভ আগরওয়ালের কাছে ছিল সংস্থাটির ৮২.১৭ শতাংশ স্টক। যা আইপিও আনার পর কমে দাঁড়িয়েছে ৬০.৩০ শতাংশ।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours