জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের আন্দোলন, সরকারের বিরোধিতার ডাক

২০২৪ সালের প্রথম দিন, রাজ্যে চিকিৎসকদের আন্দোলন শুরুর আহ্বান জানিয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। মেট্রো চ্যানেলে মঙ্গলবার রাত পর্যন্ত চলা অবস্থান আন্দোলনে যোগ দেন আরজি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে ন্যায় বিচারের জন্য শপথ বাক্য পাঠ করেন এবং রাজ্যবাসীকে এই আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।নির্যাতিতার বাবা স্পষ্টভাবে বলেন, “বিচারের জন্য আন্দোলন করতে গেলে সরকারের বিরোধিতা করতে হবে, কারণ এই সরকারই অপরাধীদের আড়াল করছে।” তিনি অভিযোগ করেন, তদন্তকারী সংস্থার সঙ্গে আঁতাত করে এই আন্দোলন থামানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে, নির্যাতিতার মা বলেন, “আমার মেয়ে আমার কাছে পৃথিবী ছিল, কিন্তু ২০২৪ সালটা আমার পৃথিবীকে কেড়ে নিয়েছে। তবে নতুন বছর নতুন সূর্য এনে দিতে পারে, আর এই আন্দোলন যাতে কোনও বাবা-মা আর এই দুঃখ না দেখেন, তা নিশ্চিত করতে হবে। আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তায় আন্দোলন চলবে।”জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, “সিবিআইয়ের ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে এবং রাজ্য সরকারের কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। তাই আন্দোলন আরও বৃহত্তর হবে এবং কলকাতা ছাড়া বিভিন্ন জেলাতে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে দিল্লিতেও যাওয়া হবে

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author