আরজি করের ঘটনায় তোলপাড় দেশ বার বার প্রশ্ন উঠছে বুদ্ধিজীবীরা কোথায়? কেন একটা মিছিল হোলো না? যেখানে গোটা বাংলা পথে নেমেছে। কলেজ স্ট্রিট থেকে কালনা, যাদবপুর থেকে দুর্গাপুর, দাবি একটাই- অপরাধীদের দৃষ্টান্তমূলত শাস্তি। এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন কবি জয় গোস্বামী। এক ভিডিয়ো বার্তায় জয় গোস্বামী বলেন, একজন মেয়ের বাবা হিসাবে তিনি চিন্তিত, উদ্বিগ্নজয় গোস্বামী ভিডিয়ো বার্তায় বলেন, “কয়েক রাত্রি ধরে আমি ঘুমোতে পারছি না। আমি খেতে বসতে পারছি না। আমার খালি মনে হচ্ছে এই ঘটনা যদি আমার মেয়ের ক্ষেত্রে ঘটত? আমি ভাগ্যবান যে আমার মেয়ের সঙ্গে ঘটেনি। কিন্তু যে নির্দয়ভাবে, নৃশংসভাবে মেয়েটিকে যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে। সেই কথা জানার পর তাঁর মা, বাবার মনের অবস্থা কী সেটাই আমি ভাবছি।”
জয় গোস্বামী বলেন, বয়সজনিত কারণে তিনি পথে নামতে পারছেন না। তবে ঘর থেকেই জারি রয়েছে তাঁর প্রতিবাদ। জয় গোস্বামী বলেন, “আমি এখন একজন বৃদ্ধ, অথর্ব। আমার প্রতিকার করার ক্ষমতা নেই। আমি একান্তভাবে চাই মেয়েরা কার্যক্ষেত্রে, জীবনক্ষেত্রে সুরক্ষিত ভাবে চলাচল করুক। তাদের উপর কখনওই যেন আর এমন নৃশংসতা না হয়। এর সুনির্দিষ্ট বিচার হোক। অপরাধীরা সকলে শাস্তি পাক।”