জানলে আপনি অবাক হয়ে যাবেন ! কেন শাহরুখ খান নিজেকে অন্তরালে রাখছেন?
গত রবিবার হুডিতে মুখ ঢেকে জামনগরে গিয়েছিলেন শাহরুখ খান, মুম্বইয়ের প্রাইভেট বিমাবনবন্দর কালিনা থেকে। ১ জানুয়ারি, ভোররাতে ফের মুম্বই বিমানবন্দরে ফিরে এসে জোব্বা হুডির আড়ালে মুখ ঢেকে রেখেছিলেন তিনি। পাপারাজ্জিদের থেকে দূরে থাকলেও, ফটোশিকারিরা বাদশার ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি। প্রশ্ন উঠেছে, কেন শাহরুখ নিজেকে এত অন্তরালে রাখছেন?নভেম্বরে শাহরুখ ও সলমন খানকে একইদিনে খুনের হুমকি দেওয়া হয়েছিল, যার পর থেকে তারা লাইমলাইট থেকে দূরে থাকছেন। নতুন বছরের দিনেও শাহরুখ তার জন্মদিনে ভক্তদের সামনে আসেননি, বরং গৌরী-অ্যাব্রামের সঙ্গে আম্বানির জামনগরের ভান্তারায় বর্ষবরণ উদযাপন করেন। এছাড়া, তাঁর আসন্ন সিনেমা *কিং* এর জন্যও নতুন লুকে ক্যামেরায় ধরা না পড়ার চেষ্টা করছেন