জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তার সাসপেন্ড হলে ও পি ডি ওয়ার্ক তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন সিনিয়র চিকিৎসকদের ।

#JuniorDoctorsStrike
#SeniorDoctorsSupport
#HealthcareProtests
#GovernmentStandoff
#MedicalStrike
#DoctorStrikeUpdate
#SeniorDoctorsStandBy
#ProtestAgainstGovernment
#HealthcareCrisis
#doctorsdemandjustice#asianews

স্বাস্থ্য ভবনের সামনে সারারাত ধরে আন্দোলন করেও তাদের শর্ত মানলো না রাজ্য সরকার।তবে আন্দোলনকারী চিকিৎসকদের যা দাবি ছিল সেই দাবিতে তারা অনড়।এরপরে নবান্নে শিল্পপতি দের সঙ্গে বৈঠকের সময় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ উঠে, ডাক্তাররা কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে কিছুটা সময় দেওয়া হচ্ছে,আশা করছি তারা সেই সময়ের মধ্যে কাজে যোগদান করবে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে হবে না।না হলে নিতে হবে এর মধ্যে সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।রাজ্য সরকার অনমনীয়। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও অনড়। দু’পক্ষই আলোচনার দরজা খোলা বলে জানালেও, জট কাটার কোনও লক্ষণ নেই। বুধবার রাতেও স্বাস্থ্য ভবনের সামনে বসে জুনিয়র ডাক্তাররা। তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু সাধারণ মানুষও।

বুধবার কখননবান্নে বৈঠকে শিল্পপতিদের সাথে আলোচনার সময় জুনিয়র ডাক্তারদের যে দাবি-দাওয়া নিয়ে প্রসঙ্গ আছেসেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানান জুনিয়র ডাক্তার এখন ঠিক করে দেবেন কাকে সরকারি পদে রাখবো আর কাকে বের করে দেব? সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের নির্দেশ দিয়েছিল মঙ্গলবার দিন বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগদান করতে । না হলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে কিন্তু কোন ও ব্যবস্থা নিইনি, আমরা সময় দিয়েছি, এরপরেও যোগদান না করলে বাধ্য হয়েই ব্যবস্থা নিতে হবে।

এদিকে জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়র চিকিৎসকরা। চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানিয়েছেন, বাঁ হাতে কাগজ ছুড়ে দিলাম এস বস, তাহলে হবে না। প্রশাসনকে নেমে আসতে হবে, বলতে হবে ভুল করেছি। পাশাপাশি চিকিৎসক নারায়ণ বন্দোপাধ্যায় বলেন, ‘সিনিয়ররা সবসময় পাশে আছি। একজন জুনিয়র সাসপেন্ড হলেও আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours