
News Desk: লট নম্বর আট ও কচুবেড়িয়া জেটিঘাটে ভেসেল পরিষেবা নিয়ে হয়রানি পুণ্যার্থী থেকে শুরু করে নিত্য যাত্রীদের। এখনও পর্যন্ত লট নম্বর আট ও কচুবেড়িয়া জেটিঘাটে ভাটার সময় ছয় থেকে সাত ঘণ্টা ধরে বন্ধ থাকছে ভেসেল পরিষেবা। এদিকে, গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে অল্প সংখ্যক হলেও আসতে শুরু করে দিয়েছেন পুণ্যার্থীরা। গঙ্গা পারাপার করতে গিয়ে তাঁদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দীর্ঘক্ষণ ফেরি পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন যাত্রীরা। মুড়িগঙ্গা নদীতে জেগে ওঠা নতুন চর নিয়ে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। ইতিমধ্যে নতুন একটি ড্রেজার নিয়ে এসে পলি কাটার ব্যবস্থা করা হয়েছে। জেলা শাসক সুমিত গুপ্ত জানিয়েছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে পলি কাটার কাজ চলবে। আগামী ৫ জানুয়ারির মধ্যে পলি কাটার কাজ সম্পন্ন করা হবে বলে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে ৫ তারিখ পর্যন্ত পুণ্যার্থী থেকে শুরু করে নিত্য যাত্রীদের হয়রানির মুখে পড়তে হচ্ছে।