তিব্র ভূমিকম্পে কেঁপে উঠল সূর্যদয়ের দেশ জাপান। বৃহস্পতিবার এই জোরালো ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল ৭.১। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিনের ভূমিকম্পের উৎসস্থল জাপানের দক্ষিণ দ্বীপ কিউশুর পূর্ব উপকূলে প্রায় ৩০ কিলোমিটার গভীরে।
জাপান প্রশাসনের তরফে সতর্কবার্তা দিয়ে জানানো হয়, জাপানের দক্ষিণ উপকূলের দুই দ্বীপ কিউশু এবং শিকোকুতে সুমুদ্রের ঢেউ ১ মিটার পর্যন্ত উঠতে পারে। পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মিয়াজাকিতেও। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সুমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
তবে এই ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তবে উদ্ধারকাজ চালাতে ইতিমধ্যেই জাপান সরকারের পক্ষ থেকে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।