ঝড়ো হাওয়ার দাপটের সঙ্গে দোসর বৃষ্টি, পঞ্চম দফায় বৃষ্টির ঝড়ো ইনিংস
আজ দক্ষিণ বঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই অনুযায়ী শুরু ও হয়ে গেছে বৃষ্টি। পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায় শুরু হয়ে গেছে বৃষ্টি। মঙ্গলবার ও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কোচবিহার, কলিঙপং , দার্জিলিং ও জলপাইগুড়িতে ও বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণাবর্ত সহায় হওয়ায়, আজ বৃষ্টির দাপট বেশি। দক্ষিণবঙ্গে দিনভর রয়েছে কমলা সতর্কতা। বুধবার পর্যন্ত আবহাওয়া বৃষ্টির অনুকূল বলেই জানিয়েছে হওয়া অফিস। এর ফলে গরমের দাপট কিছুটা কমবে।
২৪তারিখ উপকূলবর্তী জেলায় পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ২৫ তারিখ বাঁকুড়া, ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদনীপুর , উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড় বৃষ্টির পূর্বাভাস
