টেস্টে বিরল নজির! স্টার্ক কামিন্স, হেজেলউড, লিয়ন একসঙ্গে নিলেন ৫০০ উইকেট

পার্থে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট শুরু হয়ে গেছে। যেখানে ভারতীয় দল প্রাথমিকভাবে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে। মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। ঋষভ পন্ত এবং নীতীশ রেড্ডি কিছুটা সম্মানরক্ষা করে ভারতীয় দলের। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ধ্রুব জুরেলরা একেবারেই ব্যর্থ হন।

ভারতীয় দলের ইনিংসের সময়ই অস্ট্রেলিয়ান বোলাররা এক বিরল নজির গড়ে ফেলেন টেস্ট ক্রিকেটে। টেস্টে চার অজি বোলার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জোশ হেজেলউড এবং নাথান লিয়ন বোলিং করে চারজন মিলে তুলে ফেললেন ৫০০ উইকেট। আর কোনও বোলার এর আগে একসঙ্গে বোলিং করে এত উইকেট তুলতে পারেননি। ভারতের বিপক্ষে মিচেল স্টার্ক নেন ২ উইকেট, জোশ হেজেলউড নেন চার উইকেট। প্যাট কামিন্স নেন ২ উইকেট। নাথান লিয়ন অবশ্য প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি, তবে তাতে তাঁদের উইকেটের যে রেকর্ড তা রুখে থাকে নি। ভারতের বিপক্ষে প্রথম সেশনে স্টার্ক এবং হেজেলউড দুটি করে উইকেট নিতেই এই রেকর্ডে পৌঁছে যান তাঁরা।
একসঙ্গে খেলতে নেমে প্যাট কামিন্স নিয়েছেন ১৩০টি উইকেট। জোশ হেজেলউড এবং মিচেল স্টার্ক নিয়েছেন ১২৪টি করে উইকেট। অজি স্পিনার নাথান লিয়নের ঝুলিতে রয়েছে ১২২টি উইকেট। অর্থাৎ এই ৫০০ উইকেটের যে বিরল রেকর্ড তাঁরা গড়লেন সেক্ষেত্রে তাঁদের সবারই সমান অবদান আছে, তা বলাই যায়।
অস্ট্রেলিয়ার এই চার জনের যে গ্রুপ, তাঁদের সব থেকে কাছে রয়েছে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, বেন স্টোক্স এবং মঈন আলি জুটি, তাঁদের ছিল ৪১৫ উইকেট। যদিও এদের মধ্যে একমাত্র স্টোক্সই বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author