ট্রাম্পকে অভিনন্দন জানাতে গিয়ে বিপাকে শেহবাজ শরিফ: VPN ব্যবহার করে পোস্ট করার অভিযোগ

আগামী বছর জানুয়ারিতে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু এই অভিনন্দন জানাতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিপাকে পড়েছেন। তাঁর অভিনন্দন বার্তা পাকিস্তানে একটি বড় বিতর্ক সৃষ্টি করেছে।

শেহবাজ শরিফ মাইক্রোব্লগিং সাইট X (সাবেক টুইটার)-এ ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেন। তবে, সমস্যার শুরু এখানেই। পাকিস্তানে সরকার X নিষিদ্ধ করেছে, আর শেহবাজ শরিফের পোস্টের নিচে একটি কমিউনিটি নোট ফুটে ওঠে, যেখানে লেখা ছিল যে, পাকিস্তানে X নিষিদ্ধ থাকলেও শেহবাজ এটি VPN ব্যবহার করে পোস্ট করেছেন।

পাকিস্তানে VPN ব্যবহার করে নিষিদ্ধ ওয়েবসাইট অ্যাক্সেস করা বেআইনি, এবং এই বিষয়ে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। শেহবাজকে তার নিজের সরকারেরই আইন ভাঙার জন্য কটাক্ষ ও বিদ্রূপের শিকার হতে হয়। পাকিস্তানের নাগরিকরা প্রশ্ন তুলেছেন, যদি প্রধানমন্ত্রী নিজেই বেআইনি কাজ করেন, তাহলে অন্যদের কাছে কীভাবে আইন মেনে চলার কথা বলা হবে?

এদিকে, শেহবাজ সরকারের মন্ত্রী আতাউল্লা তরার জানিয়ে ছিলেন, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে পাকিস্তানে X নিষিদ্ধ করা হয়েছে। তিনি দাবি করেছিলেন, বালুচিস্তান লিবারেশন আর্মি এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী X-এর মাধ্যমে দেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছে। তবুও, এই নিষেধাজ্ঞা থাকাকালীন শেহবাজ শরিফের পোস্ট নেট দুনিয়ায় হাস্যরসের সৃষ্টি করেছে।

নেটিজেনরা তীব্র বিদ্রূপ করতে থাকেন। একজন লেখেন, “বস, আপনি কোন VPN ব্যবহার করছেন?” অন্য একজন বলেন, “দ্বিচারিতা যদি চেহারা থাকত, শেহবাজ শরিফের সঙ্গে মিলত।” এমনকি, একজন সরাসরি X-এর মালিক ইলন মাস্ককে ট্যাগ করে লেখেন, “মিস্টার ট্রাম্প, VPN ব্যবহার করে আপনাকে অভিনন্দন জানাচ্ছেন শেহবাজ। আর ইলন মাস্ক, আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনার সাইট কিন্তু পাকিস্তানে নিষিদ্ধ।”

এদিকে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সাফাই দেওয়া হয়নি বা এই ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়নি। 

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author