ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ নিয়ে ধন্ধুমার পরিস্থিতি। রাত ভোর থানায় ধরনাই বিজেপি বিধায়ক

ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তিকে ঘিরে রণক্ষেত্রর চেহারা নিল কল্যাণী। এলাকায় দূষণ ছড়াবে, এই অভিযোগে পুরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সঙ্গে ছিলেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সূত্রের খবর, সরকারি কাজে বাধা দানের অভিযোগে বিজেপি বিধায়ক-সহ ১৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পাল্টা অভিযান ঘিরে রীতিমতো ধন্ধুমার পরিস্থিতি বেধে যায় ওই এলাকায়। তুমুল অশান্তির চেহারা নেই।পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। লাঠিচার্জও করা হয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে কল্যাণী শহরের আট নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, কল্যাণী শহরের আট নম্বর ওয়ার্ডের কাছারিপাড়াতে ১০.২৪ একর জমি আগে থেকেই ডাম্পিং গ্রাউন্ডের জন্য চিহ্নিত করেছিল পুরসভা। সেই জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই উত্তেজনা বাড়ছিল। এদিন পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভার তরফে ওই জমিতে পাঁচিলের কাজ শুরু করা হয়। এরপরই স্থানীয়দের একাংশকে নিয়ে বিজেপি বিধায়ক অম্বিকা রায় ঘটনাস্থলে হাজির হন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বচসা থেকে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হন। এরপরই বিজেপি বিধায়ক অম্বিকা রায়-সহ ১৬জনকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়। পরে যদিও ওই বিধায়ককে ছেড়ে দেওয়া হয় কিন্তু থানার মধ্যেই রাতভর ধরনায় বসে ছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। এবং তিনি জানান থানার মধ্যে থেকে যতক্ষণ না পর্যন্ত বাকিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি থানায় এভাবেই ধরনায় বসে থাকবেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, জনবহুল এলাকার মধ্যে এভাবে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হলে পরিবেশ দূষিত হবে। গোটা ঘটনার জন্য পুরসভাকে দুষেছেন বিজেপি বিধায়ক। তবে এ ব্যাপারে পুর কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। এই মুহূর্তে যদিও এই পুরো ঘটনা ঘিরে ইতিমধ্যে তুলকালাম পরিস্থিতি। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৱ্যাফ মোতায়েন করা হয়েছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours