ডিভাইডারে ধাক্কা উড়ালপুল থেকে ঝুলল ট্রেলার
বাঁকুড়া থেকে আসা একটি ট্রেলার রবিবার সকালে দুর্ঘটনার শিকার হয়েছে। ডিভিসি মোড়ের উড়ালপুলে উতরাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের ইঞ্জিনটি ডিভাইডারের উপর উঠে গিয়ে আটকে যায়। ঘটনাস্থলে পুলিস পৌঁছালে জানা যায়, ট্রেলারটি রড বোঝাই ছিল, তাই পুরো ট্রেলার নিচে পড়ে যায়নি।
অল্পবিস্তর আহত চালককে উদ্ধার করা হলেও বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উড়ালপুলের পরিকাঠামো দুর্বল হওয়ায় এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। দুর্ঘটনার পর থেকে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।