তবে কি এবার ফুটবলারের প্রেমে মজলেন পর্দার রানি রাসমণি?
“দিতিপ্রিয়া রায় প্রেম খুঁজে পেয়েছেন । অনেকদিন ধরে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন কিন্তু সেই প্রেমের কোন কিছুই প্রকাশ্যে তেমন আসেনি। এত দিন গোপন রাখার পর, তিনি অবশেষে তার সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে এসেছেন। তার প্রেমিক একজন ফুটবলার যিনি চেন্নাই এফসি-এর হয়ে খেলেন।”
টেলিভিশনের পর্দায় আবারও কাম ব্যাক করছেন দিতিপ্রিয়া রায়। এতদিন রানী রাসমনির রান্নাএতদিন রানী রাসমনির রানিমা হয়ে দর্শকের মন জয় করেছিলেন এবারে দর্শকরা তাকে দেখতে পাবে অনুরাগের ছোঁয়া -র রূপা হিসেবে। আর এই টিভির পর্দায় ফিরে আসার আগেই তার নতুন প্রেমের কাহিনীর গল্প জানা গেলো। বিনোদন জগতের বাইরের একজন খেলোয়াড়। চেন্নাই এর এফসির বাঙালি ফুটবলার শমিক মিত্র, তার সঙ্গেই প্রেমের সম্পর্কে মজেছেন দিতিপ্রিয়া।
শমীক ফুটবলের গোলকিপার। শিলিগুড়ির ছেলে। ২৩ বছর বয়স তাঁর। শমীক ২০২০ সালে ইন্ডিয়ান অ্যারোজ থেকে মেরিনা মাচানসে যোগ দেন। তার পর চেন্নাইয়িন এফসিতে আসেন। ২০২৭ সাল পর্যন্ত এই ফুটবল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ।
ফুটবলারের সঙ্গে অভিনেত্রীদের প্রেম নতুন কিছু জল্পনা নয়। ফুটবলার প্রবীর দাসের সঙ্গে গীতশ্রী রায় অনেকদিন ধরেই প্রেম করছেন। আর এখন সেই তালিকায় আরো এক অভিনেত্রীর নাম জুড়লো।
রানি রাসমণি’র মুখ্য অভিনেত্রীর প্রেমিক কে? এই নিয়ে বহু দিন ধরে জল্পনা ছিল। এর আগে যে ছবিটি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন, তাতে প্রেমিকের মুখ বোঝার উপায় ছিল না। নিজের ঘরে জানালার সামনে দাঁড়িয়ে হাত হাত রেখে ছবি তুলেছিল যুগল। তবে চেহারা স্পষ্ট না হলেও এ কথা স্পষ্ট যে, ছবিতে ধোঁয়াশা তৈরি করতেই চেয়েছেন তাঁরা। তবে এবারেও সেই প্রেমের রহস্য জল্পনা কাটাতে চাননি, সেই কৌতুহল জিইয়ে রাখতে চান কারণ এখনই প্রেমিকের ব্যাপারে বিশদে কিছু বলতে রাজি নন তিনি।
+ There are no comments
Add yours