তারাপীঠে পুজো দিয়ে আর বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ২ জনের। গুরুতর আহত হয়ে চিকিৎসাধিন আরো ৩। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন চারচাকাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে এসে সজোরে ধাক্কা মেরে গাড়িটি লরির তলায় ঢুকে যায়।
ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গুরাপ থানার অন্তর্গত বসিপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর। পুলিশ সূত্রে জানাগিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয় গৃহকর্তা সুমিত(৫১)জানা এবং তার শাশুড়ি ইরা মান্ন(৬৫)।
গুরুতর আহত হয়ে বর্ধমান মেডিকেল কলেজে ও হাসপাতালে চিকিৎসাধিন সুমিত জানার স্ত্রী রামানিয়া জানা (৪২), বড় ছেলে সুরজিৎ জানা (১৯) এবং ছোট ছেলে সৌরদীপ জানা (১২)। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।