তিনি শক্তিমান খ্যাত টিভি জগতের জনপ্রিয় অভিনেতা মহাভারত খ্যাত মুকেশ খান্না।
কি হলো হঠাৎ তাঁর? কেন বললেন অজয় শাহরুখ অক্ষয় এই ৩ অভিনেতাকে পেটানো উচিত বলে মনে করেন ৬৬ বছরের মুকেশ? একটি সাক্ষাৎকারে তা তিনি স্পষ্ট করেছেন।
তাঁরা বলছেন পান মশলা নয়, সুপুরির বিজ্ঞাপন। কিন্তু সকলেই জানেন তাঁরা আদপে যেটা করছেন তা পান মশলার বিজ্ঞাপন। এমনটাই দাবি করেছেন মুকেশ।তাঁর মতে, সমাজের প্রতিও কিছু দায়বদ্ধতা আছে। পান মশলার বিজ্ঞাপন তাঁদের একেবারেই করা উচিত হয়। অথচ এক এক করে এই ৩ বলিউড তারকাই এখন চুটিয়ে পান মশলার বিজ্ঞাপন করছেন।
মুকেশের মতে, এটা উচিত হয়নি বলেই এই ৩ অভিনেতাকে ধরে পেটানো উচিত। যদিও এই পেটানোর বিষয়টি তিনি হালকা ছলেই বলেছেন।
তিনি মনে করেন নিজেই এসব বিজ্ঞাপন করেননা কারণ সমাজে একটা নেগেটিভ বার্তা এগুলো থেকে পড়ে জানিয়েছেন মুকেশ।
+ There are no comments
Add yours