
রাজ্যে ঢুকলো মৌসুমী বায়ু, তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দফতর। শনি রবি এই দুইদিন রাজ্যের সর্বত্র বৃৃষ্টি পাত হবে। 28 ,29 30 জুন পশ্চিমবঙ্গের সর্বত্র ভারী বৃষ্টিপাতের কথা হাওয়া অফিসে জানিয়েছে এবং1জুলাই 2 জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভবনার কথা ও জানিয়েছে।পশ্চিম ও মধ্য বঙ্গপসাগরে ঘূর্ণাবতের জেরে পশ্চিমের জেলায় বৃষ্টিপাত। দক্ষিণ বঙ্গের বীরভূম,নদীয়া, মুর্শিদাবাদ, ও দুই 24পরগনা জেলাতে ভারি বৃষ্টিপাত হবে। 2তারিখ দক্ষিনবঙ্গের বাকি জেলাতে ও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত বলে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।