তৃণমূল নেতা কোরবান শাহ খুনে জামিন পেলেন পাঁশকুড়ার বিতর্কিত বিজেপি নেতা আনিসুর রহমান
২০১৯ সালের ৯ অক্টোবর, নবমীর রাতে, পূর্ব মেদিনীপুরের মাইশোরা বাজারে দলীয় কার্যালয়ে অতর্কিত আক্রমণে খুন হন পাঁশকুড়া ব্লক তৃণমূলের কার্যকারী সভাপতি কোরবান শাহ। এই ঘটনায় পুলিশ প্রথমে তদন্তে বাধার সম্মুখীন হয়েছিল, কারণ সিসিটিভি ক্যামেরা ছিল না। তবে, তদন্তের পর অভিযুক্ত হিসেবে উঠে আসে পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমানের নাম। নিহত কোরবান শাহের পরিবারের অভিযোগের ভিত্তিতে সিট গঠন করে রাজ্য পুলিশ, এবং একাধিক স্থানে তল্লাশি অভিযান চালানো হয়। এর পর গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন আসামিকে।অবশেষে, আনিসুর রহমানও পুলিশের হাতে গ্রেপ্তার হন। তবে, রাজ্য সরকার কোরবান শাহ খুনের মামলার আসামি হিসেবে তাকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং তমলুক আদালতে রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী আনিসুর রহমানকে মুক্তি দেওয়া হয়। কিন্তু, কোরবান শাহের স্ত্রী আপত্তি জানানোর পর, মুক্তি পাওয়ার পরের কয়েক ঘণ্টাতেই আনিসুরকে কোলাঘাট থেকে ফের গ্রেপ্তার করে পুলিশ।এখন, শুক্রবার, সুপ্রিম কোর্টের জামিন মঞ্জুরের পর আনিসুর রহমানের জেলমুক্তি সময়ের ব্যাপার মাত্র