ত্রিপুরা থেকে কলকাতা যাত্রায় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় শ্যামলী বাসে হামলা, ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি
ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে শ্যামলী পরিবহণের একটি বাসে হামলার অভিযোগ উঠেছে। বাসে থাকা ২০ জন ভারতীয় যাত্রী প্রাণনাশের হুমকি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন বলে জানান ত্রিপুরার পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী।
**ঘটনার বিবরণ:**
– শ্যামলী পরিবহণের বাসটি ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বিশ্বরোডে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে।
– এরপর স্থানীয় লোকজন বাসে থাকা ভারতীয় যাত্রীদের প্রতি ভারত-বিরোধী স্লোগান দেন এবং প্রাণনাশের হুমকি দেন।
**ত্রিপুরার প্রতিক্রিয়া:**
– পরিবহণমন্ত্রী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বাংলাদেশের প্রশাসনকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
– ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কড়া ভাষায় বলেন, “বাংলাদেশ যদি শুধরে না যায়, তাহলে ফল ভুগতে হবে।”
– ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান বলাই গোস্বামী ঘটনাটিকে নিন্দাজনক বলে উল্লেখ করেছেন এবং বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছেন।
এই ঘটনা ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং সীমান্তবর্তী অঞ্চলের পরিবহন নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে