ত্রিপুরা রাজ্যে পরপর দুদিনে দুটি ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক
#TripuraAssault
#SexualAssault
#JusticeForVictims
#TripuraCrime
#ChildSafety
#EndRape
#BJPStateCrime
#VictimSupport
#PoliceAction
#TripuraNews#asianews#asianewslive
বিজেপি শাসিত রাজ্যে একের পর এক ধর্ষণকাণ্ড এবার পরপর দুই দিনে দুইজন নাবালিকাকে ধর্ষণ। একজন অভিযুক্তকে ধরা গেলেও দ্বিতীয় অভিযুক্ত এখনো অধরা। পুলিশ সূত্রে খবর প্রথম ধর্ষণের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিন। ঐদিন নাবালিকা দোকান থেকে বাড়ির কেনাকাটা করে বাড়ির উদ্দেশে ফেরার সময় তাকে অপহরণ করা হয়।
তারপর তাকে একটি পাশের ঘন জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তারপর তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার করে। পরবর্তীতে পুলিশকে পুরো ঘটনাটি জানানো হলে পুলিশ তদন্তে নেমে শুক্রবার অভিযুক্তদের গ্রেফতার করে। এই পরিস্থিতি সামাল দিতে না দিতেই আবারো পরের দিন একই ঘটনার পুনরাবৃত্তি। শনিবার দিন স্কুল থেকে পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী বাড়ি ফেরার সময় তাকে অপহরণ করে ধর্ষণ করা হয় বলে পরিবার সূত্রে অভিযোগ।নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে বাড়ির পাশে একটি জায়গায় ফেলে রেখে চলে যায়। ঘটনাটি ঘটে দক্ষিণ ত্রিপুরায়। পরবর্তীতে পরিবারের সন্দেহ হয় বাড়ি না ফেরায় , তারপর পরিবারের লোক পুলিশে অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে। তারপরে অচৈতন্য অবস্থায় বাড়ির পাশের একটি জায়গা থেকে ওই নাবালিকা মেয়েকে উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে ধরা যায়নি।
+ There are no comments
Add yours