দানা’ আতঙ্কে মেট্রোর কাজ বন্ধ. আগামীকাল বিকেলের পর শুরু হবে মেট্রোর কাজ
একাধিক জায়গায় মেট্রোর কাজ চলছে তার মধ্যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোনরকম রিস্ক না নিয়েই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত মেট্রো কতৃপক্ষের। ঘূর্ণিঝড় এর প্রভাবে কোথায় কি ক্ষতি হবে তা কেউ জানে না তাই আগে থেকেই সাবধানতার জন্য কাজ বন্ধ থাকবে। আগামীকাল বিকেলের পর পরিস্থিতি খতিয়ে দেখার পর শুরু করবে মেট্রোর কাজ।
বউবাজারে যেখানে ট্যালেনের কাজ চলছে সেখানে কোন সমস্যা নেই, সেখানে কাজ চলবে। ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত , তারাতলা পর্যন্ত যে মেট্রো স্টেশনে কাজগুলো চলছে সেগুলি বন্ধ থাকবে। এর পাশাপাশি নিউ টাউন এর কাছে একাধিক জায়গায় মেট্রোর কাজ চলছে সেগুলিও সাময়িক বন্ধ থাকবে। ঝড়ের কারণে যাতে কোনরকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেগুলো এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে