দিল্লিতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত কলকাতার নামী চিকিৎসক, ভর্তি হাসপাতালে
দিল্লিতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত পালমোনোলজিস্ট ডঃ রাজা ধর। ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক তিনি। বর্তমানে ভর্তি রয়েছে ফর্টিস নয়ডাতে। সেখানেই শনিবার মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে।
একটি সেমিনারে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও তিন চিকিৎসক। দিল্লি-মথুরা এক্সপ্রেস ওয়েতে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন চালাতে চালাতে। গাড়িটি একটি ট্রাকে ধাক্কা মারে। গুরতর আহত হন চিকিৎসক রাজা ধর। তাঁর মাথায় ও মেরুদণ্ডে চোট লাগে বলে খবর। নয়ডার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্রে খবর, তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন আর তার অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল এবং বিপদ থেকেও মুক্ত।
+ There are no comments
Add yours