দু’ঘণ্টার বৈঠকের বিবরণী লেখা পেরিয়ে গেল আড়াই ঘণ্টা! অবশেষে বৈঠক শেষ। এর পরে সাংবাদিক বৈঠক করতে পারে দু’পক্ষই
#MeetingUpdate#JuniorDoctors#Kalighat#ChiefMinister#HealthcareDemands#Protest#InfrastructureImprovement#MedicalStrike#WestBengal#HealthcareReforms#rgkarmedicalcollege#rgkarmedicalcollegedoctordeath#RGKarProtest#rgkar#RGKarHospital#mamtabanerjeeofficial#MamtaBanerjee#viral#viralpost2024#viralpost#asianews#asianewslive
সোমবার সরকারের তরফে জুনিয়র ডাক্তারদের ইমেল করে কালীঘাটে বৈঠকে ডাকা হয়। সন্ধ্যায় তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান। সঙ্গে ছিলেন দুই স্টেনোগ্রাফার। দু’ঘণ্টা পর শেষ হল বৈঠক।
বৈঠকের বিবরণী লেখার কাজও প্রায় শেষ। পরিকাঠামো নিয়ে দাবি!
সূত্রের খবর, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়ে আন্দোলনকারী চিকিৎসকেরা যে দাবি তুলেছেন, তা মেনে নিয়েছে রাজ্য। মোট পাঁচ দফা দাবি রেখেছেন আন্দোলনকারীরা।
তবে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে এখনও বার হননি চিকিৎসকেরা।
অন্য দিকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় উঠছে স্লোগান, ‘বিচার চাই’।
প্রায় দু’ঘণ্টা পর শেষ হল বৈঠক। চলছে বৈঠকের বিবরণী (মিনিট্স) লেখার কাজ।মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গেল বাস। তাতে চেপেই এসেছিলেন চিকিৎসকেরা।৬টা ৪০ মিনিটে কালীঘাটে শুরু হয়েছিল বৈঠক। দেড় ঘণ্টা পেরিয়ে গেল। পাঁচ দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন আন্দোলনকারীরা।কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী
+ There are no comments
Add yours