রাশিয়ার প্রেসিডেন্ট এর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। একাধিক বিষয় ও চুক্তি নিয়ে আলোচনা সেই বৈঠকে।লোকসভা ভোটে নির্বাচিত হওয়ার পরেই এই সফর তার।
প্রায় পাঁচ বছর পর প্রধান মন্ত্রী মস্ক সফরে যাচ্ছেন। মোদির এই সফরের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পরবর্তী সময়ে এই বৈঠক বিভিন্ন ভাবে ভারত ও রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তিনি রওনা দিয়েছেন । আজ দুপুরেই এই বৈঠক হবে। মস্ক বিমান বন্দরে তাকে অভিনন্দন জানাতে উপস্থিত থাকবে রাষ্ট্রপ্রধান রা। পুতিনের সঙ্গে একটি প্রদর্শনী তেও থাকবে । বিশ্বশান্তির জন্য এই বৈঠক কতটা ফল দেয় তা জানা যাবে। পরবর্তীতে অস্ট্রীয়া সফরে যাবেন বলে জানা গেছে।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.