দুবাইয়ে ২৪ ও ২৫ নভেম্বর আইপিএল নিলাম: বড় তারকাদের জন্য লড়াই
দুবাইয়ে ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ২০২৪ নিলাম। নিলামে ৫৭৭ জন ক্রিকেটার উঠবেন, এবং এর মধ্যে ২০১ জনকে দলে নেওয়া হতে পারে। নিলামে উঠছেন বড় বড় তারকা যেমন ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আয়ার। তাদের মূল্য কত হবে, সেই নিয়ে আগ্রহ তুঙ্গে।
এই নিলামটি রবিবার এবং সোমবার, বেলা সাড়ে ৩টায় শুরু হবে। আইপিএলের এই নিলামটি টিভিতে লাইভ দেখানো হবে স্টার স্পোর্টসে, এবং মোবাইল বা কম্পিউটারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমাতে। সব দলের নজর থাকবে সেরা ক্রিকেটারদের দলে আনার জন্য, আর তারা প্রস্তুত থাকবে কয়েকশো কোটি টাকা খরচ করার জন্য।