দুর্ঘটনার শিকার গরীব রথ এক্সপ্রেস: ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে বিপাকে যাত্রীরা
শুক্রবার ফের দুর্ঘটনার শিকার হল ভারতীয় রেল। বিহারের থাহার গ্রামে গরীব রথ এক্সপ্রেসের ইঞ্জিন হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে এক কিলোমিটার পর্যন্ত একা এগিয়ে যায় ট্রেনের ইঞ্জিন। এই ঘটনার সময়ে ১২৪৩৫ জয়নগর আনন্দবিহার এক্সপ্রেস এবং খাজাউলি, রাজনগর এক্সপ্রেসের মধ্যে যাত্রা চলছিল।
ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে বাইরে বেরোতে শুরু করেন। তবে গার্ডের দ্রুত সাড়া দেওয়ার পরে চালককে জানানো হয় এবং ট্রেন থামানো সম্ভব হয়। রেল আধিকারিকরা ঘটনাস্থলে এসে ট্রেনটি পুনরায় সংযুক্ত করে। সৌভাগ্যক্রমে, অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে ট্রেনটি।