দু কেজি সোনা সহ নগদ পাঁচ লাখ টাকা উদ্ধার ট্রেনের এসি কোচ থেকে।
#IncomeTaxDepartment#RailwayStationRaid
হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে রণক্ষেত্র পরিস্থিতি। সন্ধ্যায় নাকা চেকিং চালানোর সময় আরপিএফ এক যাত্রীর ব্যাগ থেকে দু কেজি সোনা সহ অন্য যাত্রীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নগদ পায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় আয়কর বিভাগে। ওই দুই যাত্রী অমৃতসরের বাসিন্দা এবং দুজনেরই জুয়েলারি ও টেক্সটাইলের ব্যবসা রয়েছে। চলতি বছরে হরিয়ানায় বিধানসভা নির্বাচন না। সেই ঘোষণাও হয়ে গেছে। এই নির্বাচনএর প্রস্তুতির জন্য হরিয়ানায় ব্যস্ততা তুঙ্গে। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং বাস ডিপো থেকে শুরু করে রেলওয়ে চত্বর বাজার সব জায়গাতেই চলছে চুল চেরা তল্লাশি। আর সেই আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে নাকাচেকিং চালিয়েছিল আরপিএফ। তখনই ওই দুই যাত্রীদের কাছ থেকে বিপুল অর্থ ,সোনা উদ্ধার হয় । ২ কেজি সোনার বর্তমানে আনুমানিক মূল্য দেড় থেকে ২ কোটি টাকা। আরপিএফ ওই দুই যাত্রীকে বর্তমানে গ্রেফতার করেছে।
+ There are no comments
Add yours