দেশের প্রধান বিচারপতির চেয়ারে বসছেন সঞ্জীব খান্না, জানিয়ে দিল কেন্দ্র
অবসর নিচ্ছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ এদিন দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । বিচারপতি খান্না হবেন সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় 10 নভেম্বর অবসর নেবেন ৷ আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল একটি এক্স পোস্টে লিখেছেন, “ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগে, মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পর সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নাকে 11 নভেম্বর, 2024 থেকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন ।