চলতি প্যারিস অলিম্পিকে এখনো পর্যন্ত ভারতের সবথেকে সফল প্লেয়ারের নাম মনু ভাকের। একই অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ পদক জয় করে ইতিহাসের খাতায় নাম লিখেছেন ভারতীয় সুটার মনু ভাক। বুধবার সকালে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করতে মনু ভাক ও তার কোচকে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানালেন দেশবাসী। ফুল মালা দিয়ে বরণ করে নেওয়া হয় মনু ভাক ও তার কোচ জস পাল রানাকে। ১০ মিটার এয়ার পিস্তলে ইভেন্ট এ ছাড়াও মিক্স ইভেন্ট এ ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন।দিল্লি বিমানবন্দরে অলিম্পিকে পদকজয়ী কে ঘিরে জনতার উৎসাহ ছিলো চোখে পড়ার মতো। এখন থেকে পরের অলিম্পিকস কে পাখির চোখ করেছেন মনু ভাকের।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.