ধন্যবাদ, এত যন্ত্রণার মধ্যেও আমায়…’ নীলাঞ্জনার পোস্টে যিশুকে খোঁচা?
কিছু দিন আগে পর্যন্ত তাঁদেরকে টলিপাড়ার ‘আইডিয়াল কাপল’ বলা হত। কিন্তু সময়ের সঙ্গে যেমন অনেক কিছুরই পরিবর্তন হয়। শোনা যাচ্ছে তাঁদের সমীকরণও অনেকটা বদলে গিয়েছে। কথা হচ্ছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার। আবারও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী। ধন্যবাদ জানিয়ে লিখলেন এত যন্ত্রণার মধ্যেও তিনি অনেক কিছু শিখেছেন।