ধর্ষণ করলেই ফাঁসি, এমনি আইন আনছে রাজ্য, দশ দিনের মধ্যে বিল আনছে রাজ্য , বড়ো ঘোষণা মমতার
ধর্ষণ করলেই ফাঁসির সাজা হবে৷ এই মর্মে আইন করতে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার৷ আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে দশ দিনের মধ্যে এই বিল পাস করা হবে বলে এ দিন মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘খুনি, অত্যাচারী, ধর্ষণকারীকে কেন ছাড়া হবে? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিলাম। সতর্ক করলাম। ন্যায় সংহিতা একটা আইন করলেন। আমাদের হাতে আইনের ক্ষমতা নেই। থাকলে সাত দিনে ফাঁসি করতাম। এই একটা কাজ করলেই সব ঠান্ডা হয়ে যাবে।’এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহে বিধানসভা অধিবেশন ডাকা হচ্ছে। ফাঁসির সাজা চাই এই আইন করে, রাজ্যপালের কাছে পাঠাব। রাজা বাবু কিছু না করলে মেয়েরা বসে থাকবে রাজভবনে ঘন্টার পর ঘন্টা। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে বসে থাকলে হবে না।
+ There are no comments
Add yours