নক্ষত্রের বিস্ফোরণ আশঙ্কা বৈজ্ঞানিক দের

#Carinae
#Supernova
#AstronomyNews
#StarExplosion
#CelestialEvents
#SpaceScience
#AstronomicalPhenomena
#CosmicEvents
#StellarDeath
#NightSky
#SpaceExploration
#AstronomicalDiscovery
#GalacticWonder
#StarBurst
#spacephenomena#asianews

রাতের আকাশের সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে?

জানেনকি? আমাদের মহাকাশের সূর্যের চেয়ে অনেক বড় শক্তিশালী নক্ষত্র ছড়িয়ে রয়েছে এই মহাশূন্যে। “কারাইনি” তেমনই একটি নক্ষত্র, যা দক্ষিণ আকাশে দেখা যাওয়া তারাদের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র।

কয়েকদিন ধরে বৈজ্ঞানিক রা দাবি করছে সেই অতিকায় নক্ষত্র এটা কারাইনি এবার শেষ হয়ে যেতে চলেছে। এক ভয়ংকর বিস্ফোরণ হয়ে শেষ হবে তার আয়ুষ্কাল। সেই বিস্ফোরণ নাকি দেখতে পাওয়া যাবে। এতই আলো বিচ্ছুরিত হবে। কিন্তু কবে হবে সেই বিস্ফোরণ? সকলের এটাই প্রশ্ন।

মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটা কারাইনি ঠিক কবে কখন ফাটবে তা এখনও পরিস্কার নয়। তা সামনের বছরও ফাটতে পারে। আবার লক্ষ বছর পরেও ফাটতে পারে। এটা বলা কঠিন যে কবে সেটি ফাটবে। যাকে বলা হয় সুপারনোভা।

মহাশূন্যে এ নক্ষত্রে যখন সুপারনোভা হবে তখন সে বিস্ফোরণ ভয়ংকর হবে। তার আলো বহু বহু দূর পর্যন্ত দেখা যাবে। প্রসঙ্গত এটা কারাইনি হল এমন এক নক্ষত্র যা মহাশূন্যে প্রকৃতিগতভাবে লেজার রশ্মি বিচ্ছুরিত করে।
মহাকাশএর এমনই বিরল ঘটনার সাক্ষী থাকবে বিশ্ববাসি।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours