নতুন বছরের প্রথম দিনে কালীঘাটে ভক্তসমাগম
২০২৫ সালের প্রথম দিনে কালীঘাট মন্দিরে প্রতিবারের মতোই বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছে। ভোর ৫ টার আগেই দূরদূরান্ত থেকে বহু মানুষ কালীঘাট মন্দিরে আসেন মায়ের পুজো দিতে। তবে, বিশেষ দিন উপলক্ষে মন্দিরের দরজা মঙ্গলবার রাত ২ টো থেকেই খুলে দেওয়া হয়, যা সাধারণত ভোর ৫ টায় খোলা হয়। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নতুন বছরের প্রথম দিনে ভক্তদের জমায়েতের জন্য কলকাতা ও রাজ্যপুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। কালীঘাট মন্দিরসহ কলকাতার অন্যান্য দর্শনীয় স্থানেও আজ ভিড় জমেছে। মন্দিরের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ন্ত্রিত প্রবাহের ব্যবস্থা করা হয়েছে, যাতে সবাই নিরাপদে পুজো করতে পারেন।