নতুন বছরের শুরুতেই রণবীর-আলিয়ার ভালোবাসার জোয়ার, রাহার মিষ্টি প্রতিক্রিয়া ভাইরাল!
নতুন বছরের প্রথম দিনেই রণবীর কাপুর এবং আলিয়া ভাট তাদের সপরিবারে থাইল্যান্ডে বর্ষবরণের আনন্দ উদযাপন করেছেন। সেখানেই রণবীর আলিয়াকে নিজের বাহুডোরে জড়িয়ে ২০২৫ সালকে স্বাগত জানান। তবে তাদের রোম্যান্টিক মুহূর্তের থেকেও বেশি মন কেড়েছে তাদের দুই বছর বয়সী মেয়ে রাহার অভিব্যক্তি। মা-বাবার চুমু খেতে দেখে গাল ফুলিয়ে বসে থাকা রাহা সোশ্যাল মিডিয়ায় হাসির রোল তুলে দিয়েছে।অলভিয়া ভাট তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে রণবীর-আলিয়ার রোম্যান্সের মাঝে রাহার মিষ্টি প্রতিক্রিয়া সবার নজর কাড়ে। আলিয়া লিখেছেন, “২০২৫: যেখানে ভালোবাসা পথ খুঁজে পায় এবং বাকিটা শুধু সময়ই বলে দেয়! হ্যাপি নিউ ইয়ার সকলকে।”এছাড়া, আলিয়া ভাটের সঙ্গে থাইল্যান্ডে ছিলেন তার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট, ননদ রিধিমা কাপুর, শাশুড়ি নীতু কাপুর, এবং বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায় ও রোহিত ধাওয়ান