নবান্ন অভিযানের আগে পুলিশি বাধা, দুর্গাপুর স্টেশনে উত্তেজনা
#SecurityMeasures#PoliceVigilance#HowrahKolkata#NabannaSecurity#BarricadedStreets#ProtestPrevention#TightSecurity#RoadBlockade#PoliceAction#protestcontrol#kolkatanews#WestBengalNews#rgkarmedicalcollege#justiceforRGKar#RGKarProtest#RGKarDoctorsDeath#Wewantjustice#NabannaAbhijan#asianews
আরজি কর হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ছাত্রদের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ৷ এদিন সকালে দুর্গাপুর স্টেশনে নবান্ন অভিযানে আসা ব্যক্তিদের আটকানোর চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ পুলিশ কর্মীরা নবান্ন ঘেরাও আন্দোলনের যোগদান করতে যাওয়া বিজেপির নেতাকর্মীদের আটকানোর চেষ্টা করে ৷ এর ফলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাঁরা ৷ দুর্গাপুর স্টেশনেই প্রতিবাদ মিছিল মহিলা ও বিজেপি কর্মীদের।
+ There are no comments
Add yours