নয়াদিল্লিতে একই পরিবারের তিন জনকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ
দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায় একটি বাড়িতে একই পরিবারের তিন জনের নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে বাবা রাজেশ (৫৩), মা কোমল (৪৭), এবং তাদের ২৩ বছর বয়সী কন্যা কবিতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ভোরে পরিবারের পুত্র মর্নিং ওয়াক থেকে ফিরে এসে দরজা খোলা অবস্থায় ঘরের ভেতর এই ভয়াবহ দৃশ্য দেখতে পান। ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তিন জনের মৃতদেহ পড়ে ছিল। এরপর তিনি প্রতিবেশীদের ডাক দেন এবং পুলিশে খবর পাঠানো হয়।
তদন্তে জানা গেছে, চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এই খুনগুলি হয়নি, কারণ বাড়ির কোনো জিনিসপত্র খোয়া যায়নি। পুলিশের ধারণা, পরিচিত কেউ এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।
প্রতিবেশীরা জানিয়েছেন, মৃতদের বিবাহবার্ষিকীর দিনেই এই ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও মর্মান্তিক করে তুলেছে। পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে তদন্ত চালিয়ে যাচ্ছে।