নরওয়েতে রাষ্ট্রসঙ্ঘের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

রয়ান নরওয়েজিয়ান দূতাবাস ও ইউনাইটেড নেশনস( ওমেন) থেকে আমন্ত্রণ পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। নভেম্বর মাসের ১৭-২২ তারিখ পর্যন্ত নরওয়েতে একটি অনুষ্ঠান হবে। সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে অভিষেককে। লিঙ্গ সমতা ও মহিলা স্বনির্ভরতা সম্পর্কিত বিষয়ে অভিষেককে আমন্ত্রণ জানানো হয়েছে।
এখানে নরওয়েজিয়ান পার্লামেন্টের প্রতিনিধিরাও থাকবেন এই অনুষ্ঠানে। নরওয়ে হল EFTA রাষ্ট্রের অন্যতম। ভারতের সঙ্গে নরওয়ের একটি বাণিজ্যিক ও অংশীদারিত্ব চুক্তি হয়েছে ২০২৪ সালে। এটা ভারত ও নরওয়ের মধ্য়ে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়াল নরওয়েজিয়ান এমব্যাসি, ইউএন ওমেন এই কর্মসূচির আয়োজন করছে। আন্তর্জাতিক বিমান, খাবার, থাকার জায়গা, স্থানীয় জায়গায় ঘোরাঘুরি সব খরচই তারা বহন করবে। ওসলোতে সংশ্লিষ্ট প্রতিনিধিরাও থাকবেন। তবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আমন্ত্রণ রক্ষা করবেন কি না সেটাই দেখার।
এদিকে এই আমন্ত্রণপত্র আসার পরে দলের অনেকেই বেশ খুশি। এবার একেবারে আন্তর্জাতিক মহলে বক্তব্য রাখতে পারবেন অভিষেক।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author