নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কড়া আইনের আর্জি জানিয়ে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপরে তৎপর রাজ্য, । প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই চিঠিতে লেখেন , ‘দেশজুড়ে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে। অনেক ক্ষেত্রে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে ।রোজ দেশজুড়ে প্রায় ৯০ টি ধর্ষণের ঘটনা ঘটে। এটা ভয়াবহ। জাতীয় সমাজের আত্মবিশ্বাস ভেঙেচুরে দিচ্ছে এইসব ঘটনা। মহিলারা যাতে নিরাপদ অনুভব করেন তার জন্য আমাদের সকলের দায়িত্ব এসব ঘটনা যাতে বন্ধ হয় তার জন্য ব্যবস্থা করা। এই ধরনের গুরুতর অপরাধে জড়িতদের শাস্তির জন্য কড়া কেন্দ্রীয় আইন তৈরি করা অত্যন্ত জরুরি । ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে মহিলাদের বিরুদ্ধে এমন অপরাধের বিচার হয়, সেই ব্যবস্থাও আইনে রাখতে হবে। সুবিচার সুনিশ্চিত করতে , 15 দিনের মধ্যে এইসব মামলার রায় ঘোষণা হওয়া উচিত’.
চিঠিতে 15 দিনের মধ্যে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।
+ There are no comments
Add yours