নারী শোষণের বিরুদ্ধে এ বার আওয়াজ তোলার কথা বললেন ঐশ্বর্য। ডিভোর্সের গুঞ্জনের মধ্যে ঐশ্বর্যর নয়া ভিডিও ভাইরাল
পেশাগত জীবনের চেয়েও ব্যক্তিগত জীবনের কারণেই বেশি চর্চিত হয়েছেন অভিনেত্রী ঐশ্বর্য রাই। যে কারণে প্রতিদিনই নানা তথ্য ঘিরে চলছে আলোচনা। তাঁর এবং বচ্চন পরিবারের মধ্যে নানা সমস্যা চলছে। বচ্চন পরিবার সরাসরি এ কথা বলেননি ঠিকই। কিন্তু তাঁদের দু’জনের মধ্যেকার সমস্যা নিয়ে চলছে জোরদার আলোচনা। ডিভোর্সের গুঞ্জন অনেক দিন ধরেই চলছে।এই জুটিকে একসঙ্গে দীর্ঘদিন দেখা না যাওয়ায় ভক্তরা ভীষণই হতাশ। এসবের মাঝখান দিয়ে সম্প্রতি ঐশ্বর্য রাইয়ের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদি কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এই ভিডিও ই যেখানে তিনি রাস্তায় মহিলাদের উপর অত্যাচারের কথা বলেন। ভিডিয়োর ক্যাপশনেও তিনি লিখেছেন নারীর প্রতি সহিংসতার কথা। এই ভিডিয়োতে ঐশ্বর্যকে একেবারে মেকআপ ছাড়া সাধারণ লুকে দেখা গিয়েছে। যেখানে তাঁকে মেয়েদের পথে-ঘাটে চলতে থাকা শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলতে উদ্বুদ্ধ করতে দেখা গিয়েছে। অভিনেত্রী বলেন, প্রতি মুহূর্তে ঘটে চলা নিপীড়নের জন্য নারীরা দায়ী নয়। তাই তাঁর কথায়, এই সমস্যার মোকাবিলা করতেই হবে। নিজের পোশাক, বা ঠোঁটের লিপস্টকের দিকে আঙুল না তুলে বরং এমন একটা বিষয়কে পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করুন জীবন থেকে। মাথা উঁচু করে বাঁচুন। কারও কথায় মাথা নত করবেন না।