নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর নামে বেশ কয়েক মাস ধরে এলকার ব্যবসায়ীরা নটিশ পাচ্ছিলেন। সেই নোটিশে উল্লেখ ছিল হেরোইন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নির্দিষ্ট তারিখে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর কলকাতার অফিসে যথা সময়ে আসতে হবে। সেই নোটিশ পৌঁছে দিত স্থানীয় সাহাবাজপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান ও মতিউর চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান।
এরা দুজনেই কংগ্রেসের নেতা। এবার সেই পঞ্চায়েতের বর্তমান প্রধান রাবন মন্ডল এবং প্রাক্তন প্রধান মতিউর রহমান নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করল কালিয়াচক থানার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ। এই কান্ডে হতবাগ স্থানীয়রা।
কালিয়াচকের এসডিপিও ফয়জল রাজা বলেন, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগে রাবন মন্ডল ও মতিউর রহমানকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে জালিয়াতির মামলা রুজু করা হয়েছে। এদের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হলে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। এই বিষয়ে এক কৃষক বলেন, আমি বাড়ি ছিলাম না সেই সময়ে আমার স্ত্রীকে “নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর নামে” প্রধান নিজে এসে নোটিশ দিয়ে যান। সেই নোটিশ নিয়ে আমি প্রধানের সাথে দেখা করলে উনি বলেন, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসারদের সঙ্গে মতিউরের ভালো সম্পর্ক।
কিন্তু তার কাছে যেতেই আমার কাছে দু’লক্ষ টাকা দাবি করে। একই ভাবে অপর এক বাসিন্দা অমিত মন্ডল বলেন, আমি দিন মজুরের কাজ করি আমার নামেও নোটিশ আসে। এরপরই সাহাবাজপুরের বাসিন্দা উৎপল মন্ডল গোপালগঞ্জ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় রাবন মন্ডল ও মতিউর রহমানকে।
+ There are no comments
Add yours