নিউটাউনের স্পা সেন্টারে পুলিশের হানা গ্রেফতার ১৭ জন
নিউটাউনের ঝকঝকে শপিং মলের একটি স্পা সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা। শনিবার বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখার অভিযানে ওই সেন্টার থেকে ১৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে তিনজন মহিলা এবং সাতজন গ্রাহককে গ্রেফতার করেছে পুলিশ। স্পা সেন্টারটি দেখতে সাধারণ মনে হলেও, এর আড়ালে চলছিল বেআইনি কার্যকলাপ। অভিযানের সময় পুলিশ আলোকিত ঘর, সঙ্গীত এবং আরামদায়ক পরিবেশের আড়ালে চলা এই অবৈধ কার্যকলাপের সন্ধান পায়। নিউটাউনের মতো আধুনিক এলাকায় এই ধরনের ঘটনার খবর পেয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বারাসত আদালতে পেশ করা হয়েছে