
মেমারিতে এক নলি কাটা মহিলার মৃত দেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য।মেমারির সুলতান পুরে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু , নিজের ঘরেই গলার নলি কাটা দেহ মিললো। পুলিশ সূত্রে জানা গেছে মহিলার নাম প্রতিমা চক্রবর্তী। তার স্বামী হৃদয় চক্রবর্তী কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন । সেই সময় তিনি বাড়িতে একাই ছিলেন। পরে তিনি রাত 8 টার সময় সুলতানপুরের চকদিঘি মোড়ে বোনের দোকানে যান তারপর সেখান থেকে বেরিয়ে বাড়ি চলে যান। রাত 10 টার সময় প্রতিমা চক্রবর্তীর বোন তার বাড়ির দরজার সামনে অনেক্ষন ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে দরজা খুলতেই দেখতে পায় তার দিদি (প্রতিমা চক্রবর্তী) নলি কাটা অবস্থায় রক্তাত্ব অবস্থায় মেঝেতে পরে আছেন। তার বোন আশেপাশের প্রতিবেশিদের ডাকেন । এরপর পুলিশে খবর দেয়া হলে পুলিশ আসে মৃত দেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে তাকে খুন করা হয়েছে। তবে কারা এবং কেনো এভাবে নলি কেটে খুন করলো? কি উদ্দেশে করলো তা মেমারি থানার পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে।