পঞ্চমীতে দারুণ সুযোগ, দাম কমল সোনার- আজ কিনলে কত কমবে খরচ ?
সোনার দামে বড় বদল। আজ মহাপঞ্চমী তিথিতে বাংলা জুড়ে সস্তা হল সোনার দাম। গতকালের থেকেও আজ দাম অনেকটাই কমে গিয়েছে সোনার। আজ সোনা কিনলে অনেকটাই কমে পাবেন, দোকানে যাওয়ার আগে দেখে নিন রেটচার্টে কত দরে বিকোচ্ছে আজ সোনা।
আজকে সোনার দর ৮ ই অক্টোবর ২০২৪
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই
সোনা কেনার ঝোঁক বাড়ছে
বাঙালি তো বটেই। সারা দেশেই সোনার চাহিদা বরাবরই রয়েছে। বিয়ে, অন্নপ্রাশণ থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।
সোনাতে বিনিয়োগ করেন অনেকেই
অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন।
সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।