দুই জেলায় দুই রকম চিত্র। জলের সমস্যা মিটলো তো কোথাও আবার জল যন্ত্রনা রয়েই গেলো। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের কাপাসটিকরিতে মিটলো জল এর সমস্যা। এই গ্রামে জলের সমস্যা ছিলো দীর্ঘদিনের। কয়েকটি কল বেহাল অবস্থায় পড়েছিল। তা প্রশাসনকে জানানো হলে কোন ব্যবস্থা নেয়নি। ফলে নদীর বালি খুঁড়ে জল বই নিয়ে আসতে হত গ্রামবাসী দের।লোকসভা ভোটের আগে জল এর সমস্যার জন্য ক্ষোভ দেখান গ্রামবাসীরা ।তখন জল সমস্যা মেটানোর প্রতিশ্রুতি ও দেন কেশপুর পঞ্চায়েত সমিতি। লোকসভা ভোট মিটে যাওয়ার পরে নলকুপ বসিয়ে দেওয়া হয়। দীর্ঘদিনের এই জল সমস্যার সমাধান হওয়ার জন্য খুশি গ্রামবাসীরা।
কেশপুরে জল সমস্যা মিটলেও , উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের কুমিরবাড়ি এলাকায় মেটেনি জলের সমস্যা। জল সমস্যার জন্য রোজ নদী পেরিয়ে পাশের গ্রাম থেকে জল আনতে হয় ঐ এলাকাবাসীদের কে। দীর্ঘদিন ধরে গ্রামের বেশ কয়েকটি নলকূপ খারাপ হয়ে পড়ে রয়েছে সেগুলি সারানোর জন্য প্রশাসনকে জানানো হলে কাউকে পাঠানো হয়নি। ফলেএই জল সমস্যা তাদের গ্রামে থেকে গেছে। আর তাই এভাবেই জল অন্য গ্রাম থেকে নিয়ে আসতে হয় নৌকা করে গিয়ে। আমফানের সময় বাঁধ ভেঙে নদীর নোনা জল ঢুকে গিয়ে পুকুরের জল জল গ্রামবাসীদের পানের অযোগ্য হয়ে ওঠে সেই জলে অন্যান্য কাজ করা গেলেও পান করা যায় না। তাই পাশের গ্রাম থেকেই জল নিয়ে আসতে হয়। স্থানীয়রা দ্রুত এই জল সমস্যার সমাধান চাইছেন।