পাকিস্তানে খেলতে অস্বীকার ভারতের, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সরকারের দ্বারস্থ PCB
পাকিস্তানে খেলতে যাব না’, এই কথাটা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এই ঘোষণার পর ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বিপাকে পাকিস্তান ও আইসিসি। ভারত অবশ্য বিকল্প রাস্তা হিসেবে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে। পাকিস্তান হাইব্রিড মডেলের বিরোধিতা করছে। এবার ভারতকে পাকিস্তানে আনতে সে দেশের সরকারের দ্বারস্থ হল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বিসিসিআই জানিয়েছে, এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তারা পাকিস্তানে দল পাঠাবে না। কারণ হিসেবে জানানো হয়েছে, নিরাপত্তা ও সরকারের থেকে অনুমতি না পাওয়া। অতীতেও বিসিসিআই একই কথা বলেছিল, ভারত সরকারের থেকে সবুজ সংকেত না পেলে তারা দল পাঠাতে পারবে না।
এক পিসিবির মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘আইসিসি পিসিবিকে ইমেইল করেছে বিসিসিআইয়ের বক্তব্য নিয়ে। কোনও কারণ জানানো হয়নি। বিসিসিআই মেইলে কারণ জানায়নি।’
বিপাকে পাকিস্তান
১৯৯৬ সালে শেষবার পাকিস্তান আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে। এরপর থেকে নিরাপত্তা ও পরিকাঠামোর কারণে পাকিস্তানকে কোনও টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হয়নি। এখন অবশ্য ছবিটা বদলেছে। তারা দ্বিপাক্ষিক সিরিজ় আয়োজনের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে। এবার অবশ্য সেটা আয়োজন করা তাদের হয়ে উঠবে না।
পাকিস্তান ক্রিকেট তাই সরকারের দ্বারস্থ হয়েছে। পিসিবি প্রধান মহসিন নকভি, তিনি পাকিস্তান সরকারেও দায়িত্বে আছেন। তিনি এক্ষেত্রে মধ্যস্থতাকারীর কাজ করছেন। সংশ্লিষ্টমহল মনে করছে, সরকারিস্তরে আবেদন করে খুব একটা বেশি সুবিধা করতে পারবে না। তবে পাকিস্তান এই বিষয়ে অস্ত্র করছে এশিয়া কাপ। সেই সময় রজার বিনি ও রাজীব শুক্লা পাকিস্তানে গিয়েছিলেন এশিয়া কপের উদ্বোধনের সময়। তাঁরা প্রশংসাও করেছিলেন পাকিস্তানের আয়োজনের।