পাকিস্তানে প্রয়াত ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী আবদুল রহমান মক্কি
পাকিস্তানের লাহোরে ২৬ ডিসেম্বর, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন আবদুল রহমান মক্কি, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী। সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, মক্কি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং রক্তে শর্করা বেড়ে গিয়েছিল, ফলে তাকে লাহোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২০০৮ সালের ২৬ নভেম্বর, মুম্বই হামলার পরিকল্পনা ও পরিচালনায় জড়িত ছিলেন লস্কর-ই-তৈবা (LeT) প্রধান হাফিজ সইদ এবং তার শ্যালক আবদুল রহমান মক্কি। এই হামলায় ১৬৬ জন নিরীহ মানুষ নিহত হন। মক্কি এবং সইদ দুজনেই পাকিস্তানে গ্রেপ্তার হন। ২০২০ সালে, মক্কিকে পাকিস্তানে সন্ত্রাসী কার্যকলাপের জন্য ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং পরে গৃহবন্দি করা হয়। মক্কিকে ২০১০ সালে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছিল মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট, এবং ২০২0 সালে রাষ্ট্রসংঘ তাকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদী কার্যকলাপে মদদ দেওয়ার জন্য অভিযুক্ত করেছিল। এছাড়াও, আমেরিকা তার মাথার দাম ১০ মিলিয়ন ডলার ধার্য করেছিল।মক্কির মৃত্যু পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনার আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।