পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে ভারতকে, নাহলে পরবর্তী সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে পাকিস্তান ,এমনি হুমকি দিলো পাক-বোর্ড। হাইব্রিড মডেলের নয়, পাকিস্তানেই হোক চ্যাম্পিয়ন্স ট্রফি এমনই দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ১৯ থেকে ২২ শে জুলাই কলম্বোয় আইসিসি বার্ষিক বৈঠক হবে। সেখানে যদি হাইব্রীড মডেলের প্রস্তাব দেওয়া হয় তাহলে সেটা পিসিবি মানবে না বলে জানিয়ে দিয়েছেন। পাকিস্তানি গিয়ে ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফি খেলবে না বলে জানিয়ে দিয়েছেন বিসিসিআই।
ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে বিসিসিআই ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাতে চায় না। তারা চায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ম্যাচগুলি দুবাই অথবা শ্রীলঙ্কাতে খেলুক।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.