পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক বৈঠক? মুখ খুললেন জয়শঙ্কর
সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশনের (SCO) বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ১৫ এবং ১৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসতে চলা এই SCO সম্মেলনে যোগ দেবেন তিনি। ঘোষণা হওয়ার পর থেকেই নানা চর্চা শুরু হয়েছে। তার মাঝেই এ বার মুখ খুললেন খোদ জয়শঙ্কর।
বৈঠকে এস জয়শঙ্কর বলেন, ‘বুঝতে পারছি এই বৈঠক নিয়ে সংবাদমাধ্যমগুলির বেশ কৌতুহল রয়েছে।দুই দেশের সম্পর্ক যে পর্যায়ে রয়েছে, সেই কারণে এই কৌতুহল। তা নিয়েও অবগত আমি। কিন্তু আমি স্পষ্ট করতে চাই, এটি একটি বহুপাক্ষিক আলোচনা। আমি কোনও দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দিতে যাচ্ছি না। সেখানে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে কোনও আলোচনা হবে না। SCO-র একজন সদস্য হিসাবে আমি সেখানে যাচ্ছি।’
ন’বছর পর পাকিস্তানের মাটিতে ভারতের বিদেশমন্ত্রী পা রাখতে চলেছেন। তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। শনিবার সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রী বলেন, ‘আমার পাকিস্তান যাওয়ার কথা রয়েছে এই মাসের মাঝামাঝি সময়ে। SCO সদস্য রাষ্ট্রগুলির সরকারের বৈঠকে যোগ দিতে যাচ্ছি।