পাকিস্তান সিরিজ়ের মাঝেই স্টোকসের বাড়িতে চুরি,

পাকিস্তান সফরের মাঝে বিপাকে ইংল্যান্ডের তারকা বেন স্টোকস। তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি অবশ্য ১৭ অক্টোবর, তবে এটা এখন সামনে এসেছে। চুরির সময় তাঁর বাড়িতে ছিলেন স্ত্রী ও দুই সন্তান। তবে শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্ত হননি।

১৭ অক্টোবর নর্থ ইস্ট ইংল্যান্ডের ক্যাসেল ইডেনে বেন স্টোকসের বাড়িতে কয়েকজন মুখোশধারী ব্যক্তি প্রবেশ করেন। সেই সময় বাড়িতে ছিলেন স্টোকসের স্ত্রী ক্ল্যারি ও দুই সন্তান লেটন ও লিবি। তিনজনকে আটকে রেখে বাড়িতে চুরি করা হয়। টাকা, সোনা ও মূল্যবান সামগ্রী চুরি করা হয়। শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হলেও মানসিক দিক থেকে ধাক্কা লেগেছে তাদের।

বেন স্টোকস সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি পোস্ট করেন। যেখানে তিনি জানান কী কী জিনিস চুরি গিয়েছে। ইংল্যান্ড দল থেকে পাওয়া একটি সোনা ও হীরের আংটি, সিংহের মুখ দেওয়া লকেট ও চেন, হীরের দুটি লকেট, দামি ব্যাগ, ইংল্যান্ডের রয়্যাল পরিবারের পক্ষ থেকে ২০২০ সালে পুাওয়া অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার পদক।

স্টোকস চুরি যাওয়া জিনিসের ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ঘটনাটি যখন ঘটেছে তখন আমার পরিবার বাড়িতে ছিল। আমি ভাবছি, পরিস্থিতি কতটা খারাপ হতে পারতো।’

এরপর স্টোকস সমর্থকদের কাছে আবেদন করেন চুরি যাওয়া জিনিস খুঁজে পেতে। পাশাপাশি আরও অনেক জিনিস চুরি গিয়েছে যেগুলোর ছবি নেই তাঁর কাছে বলে জানিয়েছেন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author