পাট বোঝাই লরিতে আগুন ধরে গিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ালো নদীয়ার নবদ্বীপে। ঘটনাটি ঘটে বুধবার দিন নবদ্বীপ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের শ্রীবাস অঙ্গন ঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবাস অঙ্গন ঘাট সংলগ্ন এলাকায় একটি পাট গোডাউনে, একটি লরি কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গাড়িতে পাটবোঝাই করে। এরপর গাড়িটি গোডাউন থেকে বের হওয়ার সময় কোনোভাবে রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসলে পাট বোঝাই লরিতে আগুন ধরে যায়। তারপরে স্থানীয় যারা ছিল তারা ওই আগুন নেভানোর চেষ্টা করে ,পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, খবর পেয়ে দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলের দিকে ছুটে যায়, পরে আরো একটা ইঞ্জিন ওই ঘটনাস্থলে আসে। এলাকার সহযোগিতায় দমকল বাহিনীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ পৌরসভার পুরপিতা বিমানকৃষ্ণা সাহা। পাট বোঝাই লরিতে আগুন ধরে যাওয়ার ঘটনায় 84বেল পাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ টাকার লোকসান হয়েছে বলে জানা যায়। দমকলকর্মীরা মনে করেন রাস্তার উপরে থাকা তারের সংস্পর্শেই শর্ট সার্কিটে আগুন ধরে যায়। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.
You May Also Like
মুসুম্বি লেবুর গুরুত্ব অনেক
September 11, 2024
রাত পেরিয়ে সকাল এখনো অনড় আন্দোলনকারীরা
September 11, 2024
ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী
September 11, 2024
More From Author
মুসুম্বি লেবুর গুরুত্ব অনেক
September 11, 2024
রাত পেরিয়ে সকাল এখনো অনড় আন্দোলনকারীরা
September 11, 2024
ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী
September 11, 2024